বুধবার ৫ অক্টোবর ২০২২ - ১৭:১৭
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে বিস্ফোরণ ঘটেছে

হাওজা / আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে আজ যে বিস্ফোরণ ঘটেছে তাতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে আজ বিস্ফোরণে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

আল জাজিরা বলছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে বিস্ফোরণে ২৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

সূত্র জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর শব্দ বহুদূর পর্যন্ত শোনা গেছে। ত্রাণ তৎপরতা চলছে। বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার কাজ শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় শিয়া হাজারা সম্প্রদায়ের ৫৩ শিক্ষার্থী শহীদ এবং ১১০ জন আহত হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha